Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কোম্পানীগঞ্জে পেট্রোকেম বাংলাদেশের খাদ্যসামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

জুলাই ১, ২০২৪, ০২:২৮ পিএম


কোম্পানীগঞ্জে পেট্রোকেম বাংলাদেশের খাদ্যসামগ্রী বিতরণ

পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সিলেটের কোম্পানীগঞ্জে বন্যা ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

খাদ্যসামগ্রীর মধ্যে তেল, ডাল, চাল, আলু, লবণ, ড্রাইকেক, খাবার স্যালাইন,পানি ও মুড়ি রয়েছে।

সোমবার সকাল ১১টার সময় উপজেলার ইসলামপুর নামক স্থানে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সিলেট বিভাগীয় রিজিয়নাল ম্যানেজার কৃষিবিদ মো. আবু হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা তাঁতী লীগের সভাপতি সাংবাদিক শের তারিকুল ইসলাম, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার বিল্লাল আহমদ, ৩নং তেলিখাল ইউনিয়নের বিসিআইসি ডিলার রসিক আহমদ ও এসএমই আ. করিম।

এ সময় উপস্থিত ছিলেন- পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের কোম্পানীগঞ্জের পরিবেশক গোলাম মাওলা। আরও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ জাবেদ, খুর্শিদ আলম, সাবেক ইউপি সদস্য খুর্শিদ মিয়া প্রমুখ।

খাদ্যসামগ্রী প্রদান শেষে কৃষিবিদ মো. আবু হানিফ বলেন, বন্যা আক্রান্ত কোম্পানীগঞ্জের মানুষের পাশে দাড়াতে পেরে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আমি নিজেকে ধন্য মনে করছি। অতীতেও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে পেট্রোকেম পাশে ছিল। ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে।

ইএইচ

Link copied!