Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নন্দীগ্রামে মহাসড়কে পার্কিং করা ট্রাকে ধাক্কা, নিহত ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

জুলাই ১, ২০২৪, ০৩:১৬ পিএম


নন্দীগ্রামে মহাসড়কে পার্কিং করা ট্রাকে ধাক্কা, নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত ও নারীসহ দুইজন আহত হয়েছেন।

এ ঘটনায় থানায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা কৈগাড়ী এলাকার খানকা শরীফ ও মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি থানার আব্দুল গফুরের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও কুষ্টিয়ার মিরপুর থানার বেলাল হোসেনের ছেলে বায়েজিদ (৪)। নিহত শিশুর আহত বাবা বেলাল হোসেন (৩০) ও মা সাথি খাতুনকে (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান আটক করা হয়েছে। অজ্ঞাত ট্রাক আটকের জন্য সন্ধান চলছে। দুজনের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর ও সড়ক পরিবহণ আইনে থানায় মামলা করা হয়েছে।

ইএইচ

Link copied!