Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে ১৮ পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুলাই ১, ২০২৪, ০৩:২৭ পিএম


অভয়নগরে ১৮ পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের নির্দেশনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নতুন টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে টিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে ৩১ বান নতুন ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজ, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, সংসদ সদস্য এনামুল হক বাবুলের পরামর্শ ও দিকনির্দেশনায় ১৮টি পরিবারের মাঝে ৩১ বান নতুন ঢেউটিন বিতরণ করা হয়েছে। বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের ক্ষয়ক্ষতি যাচাই করে পরিবার প্রতি এক থেকে তিন বান করে টিন বিতরণ করা হয়।

এছাড়াও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ এক বান টিনের সঙ্গে নগদ তিন হাজার করে টাকাও প্রদান করা হয়েছে।

ইএইচ

Link copied!