Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরে বৃক্ষরোপণ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জুলাই ১, ২০২৪, ০৪:১৫ পিএম


আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরে বৃক্ষরোপণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে বৃক্ষ রোপণ করেছে পিরোজপুর জেলা সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু’র সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদসহ জেলা, সদর উপজেলার ওপর যুবলীগের নেতৃবৃন্দ।

পরে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের জহুরা আকরাম মাদরাসা ও এতিমখানায় অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন জেলা, সদর উপজেলার ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!