Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফেনীর ওয়ান স্টোপস ম্যাটারনিটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সিলগালা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ১, ২০২৪, ০৮:১২ পিএম


ফেনীর ওয়ান স্টোপস ম্যাটারনিটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সিলগালা

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ওয়ান স্টোপস ম্যাটারনিটি ক্লিনিকে চালিয়েছে 
ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(০১ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.মির্জা মিনহাজুল ইসলাম,সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.তানভীর আহমেদ রাফসান, পুলিশ সদস্যবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এর আগে গত ১০ জুন উক্ত প্রতিষ্ঠানকে অপারেশন থিয়েটার এবং হাসপাতাল ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে ওটি কার্যক্রম বন্ধ রাখার জন্য স্বাস্থ্য বিভাগ হতে লিখিত নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে ১১ জুন জেলা প্রশাসন কতৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য পুনরায় নির্দেশ দেয়া হয়।

বারংবার সতর্ক করা সত্ত্বেও উক্ত প্রতিষ্ঠানে রোগী ভর্তি রাখা এবং অপারেশন কার্যক্রম পরিচালনা করার অভিযোগের ভিত্তিতে সোমবার 
যথেষ্ট প্রমাণাদি সহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে বিধিমোতাবেক ক্লিনিকটি সিলগালা এবং  সংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিকেলে ফেনী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাসুদ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরএস

 

Link copied!