Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাতির আক্রমণে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রতিনিধি:

জুলাই ২, ২০২৪, ০৬:১৭ পিএম


হাতির আক্রমণে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে হাতির আক্রমণে মো. মাসুদুর রহমান মাসুদ নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে সোমবার সন্ধ্যায় জেলা শহরের নগুয়া এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি।

নিহত মোঃ মাসুদুর রহমান মাসুদ নগুয়া বাসস্ট্যান্ড এলাকার A R ফার্মেসীর স্বত্বাধিকারী ও  ইবনে সিনা কোম্পানির সাবেক এরিয়া ম্যানেজার ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা শহরে।
এদিকে নিহতের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরগঞ্জ জেলা শহরের নিজ বাড়ির পথে রওনা দিয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা।

মঙ্গলবার রাতে বাদ এশা আখড়াবাজার মদনী মসজিদে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে জানা গেছে।
বিআরইউ

Link copied!