Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কক্সবাজারে মাইন বিস্ফোরণে প্রাণ গেল রোহিঙ্গা যুবকের

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ১২:২৩ এএম


কক্সবাজারে মাইন বিস্ফোরণে প্রাণ গেল রোহিঙ্গা যুবকের

টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার বিকালে আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মাইন বিস্ফোরণে মিয়ানমারের একজন নাগরিককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে মৃত রোহিঙ্গাকে নিয়ে যারা এসেছিল তারা পালিয়ে গেছে।

এর আগে গত ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আনোয়ার নামের মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ইএইচ

Link copied!