Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে মাদকসহ আটক-২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

জুলাই ৩, ২০২৪, ০১:৫৪ পিএম


কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে মাদকসহ আটক-২

গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হিরোইনসহ দুইজন আটক করেছে র‍্যাবের অভিযানিক দল।

বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ পল্লীবিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি মালবাহী লড়ি থেকে হেরোইন উদ্ধার করা হয়। এসময় দুজন মাদক কারবারিকে আটক করেন র‍্যাব।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা ও মাদকের বাজারমূল্য জানাননি র‍্যাব। জানা গেছে, উত্তরবঙ্গ থেকে একটি মালবাহী লড়িতে হিরোইনের বড় চালান আসছিল ঢাকার দিকে। এমন গোপন সংবাদ পেয়ে র‍্যাব-৪ এর একটি চৌকুস অভিযানকারী দল সেখানে চেকপোস্ট বসায়। এসময় সন্দেহজনক ভাবে একটি লড়ি আটক করে তল্লাশি চালালে চালকের আসনের নীচ থেকে উদ্ধার করা হয় হিরোইনের বিপুল পরিমাণ প্যাকেট। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত র‍্যাবের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আনুষ্ঠানিক ভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা বলেছেন র‍্যাবের অধিনায়ক। 

বিআরইউ

 

Link copied!