Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৩:২১ পিএম


আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের কার্যালয়ে বিদায়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ, নারী ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

দায়িত্বগ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রীকে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী জনগণের কল্যাণে রাজনীতি ও কাজ করা প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি জনগণের সেবক হয়ে থাকতে চান এবং আগৈলঝাড়াবাসীকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চান।

ইএইচ

Link copied!