Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বড়লেখার দক্ষিণ ভাগ ইউনিয়নের উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়ন ক্রয়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৩:২৯ পিএম


বড়লেখার দক্ষিণ ভাগ ইউনিয়নের উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়ন ক্রয়

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ ভাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন করতে ৬ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় দক্ষিণ ভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

এ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই।

মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই। প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন ফরম যারা ক্রয় করেছেন তারা হলেন- মো. ইকবাল হোসেন, মাছুম আহমদ হাসান, নুরুল ইসলাম, মুহিবুর রহমান কামাল, আব্দস ছামাদ ও যুক্তরাজ্য প্রবাসী ইমরান আহমদ।

ইএইচ

Link copied!