Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কালিহাতীতে ডিমের আড়তে ভোক্তা অধিকারের জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৩:৩৫ পিএম


কালিহাতীতে ডিমের আড়তে ভোক্তা অধিকারের জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় বিভিন্ন অভিযোগে একটি ডিমের আড়তে অভিযান চালিয়ে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার বেলা ১২টার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের  নেতৃত্বে উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় একটি ডিমের আড়তে  তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ডিমের মূল্য তালিকা না থাকা ও ফোনের মাধ্যমে প্রাপ্ত মূল্যে ডিম বিক্রয়, ডিমের স্টক রেজিস্টার না থাকায় মেসার্স মা পোল্ট্রি ফিড এন্ড ফার্মকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন, সিভিল সার্জন কার্যকরের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!