Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুলাই ৩, ২০২৪, ০৩:৪৭ পিএম


মধুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২৩-২৪ অর্থবছরের খরিপ-২/২০২৪-২৫ মৌসুমের উফশী আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের মধুপুরে তালিকাভুক্ত এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তদরের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইয়াকুব আলী।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রুবি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া আক্তার রিভা, তাজমি নূর রাত্রি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষক-কৃষাণী।

অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নে ও পৌরসভার এক হাজার কৃষককে ব্রিধান ৭৫, ব্রিধান ৮৭, ও বিনা ধান ১৭ জাতের রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি মোট ২৫ কেজি করে বীজ ও সার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!