Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মহাসড়কে প্রাণ গেল ২ জনের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৪:০০ পিএম


মহাসড়কে প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলর মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজলার গোড়াই মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের গোড়াই মিলগেইট এলাকায় পৌঁছালে সেখানে পল্লী বিদ্যুতর খুঁটি বোঝাই থেমে থাকা একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লী বিদ্যুতর খুঁটি বাসের ভিতর ঢুকে ওই দুইজন নিহত হয়। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাস ও ট্রাক আটক করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!