Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বামনায় নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অভিষেক

বামনা (বরগুনা) প্রতিনিধি

বামনা (বরগুনা) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৫:৩৮ পিএম


বামনায় নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অভিষেক

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার বামনা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় বামনা উপজেলা পরিষদ চত্বরে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান।

বামনা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন- উপজেলার বিশিষ্ট সমাজসেবক বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন মহারাজ ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা নাজমুন্নাহার নাজু।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!