Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাজীপুরে অংশীজনের সঙ্গে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং কমিটির সভা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৬:০৬ পিএম


গাজীপুরে অংশীজনের সঙ্গে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং কমিটির সভা

গাজীপুরে অংশীজনের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় গাজীপুর জোনের আয়োজনে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশের উদ্যোগে শিরিচিলা পুষ্পদাম রিসোর্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটিবৃন্দ খোলামেলা আলোচনা করেন।

ট্যুরিস্ট পুলিশের কমিউনিটি পুলিশিং গাজীপুরের জোনের সভাপতি ও শ্রীপুরের মাওনা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক।

ট্যুরিস্ট পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানিয়া নাজরিন শিখা, ইন্দ্রবপুর চানবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া আক্তার, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত শিল্পী মাসুমা সুলতানা সাথী, গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, দৈনিক জনকণ্ঠের শ্রীপুরের নিজস্ব সংবাদদাতা মোস্তফা কামাল প্রধান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, সাংবাদিক এমদাদুল হক এবং আবু সাঈদ।

কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্য পর্যটন ও রিসোর্ট এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা নজরদারিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সংঘটিত অপরাধ সংক্রান্ত আগাম তথ্য সংগ্রহ, আগত পর্যটক ও দর্শনার্থীরা যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হয় সেজন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা, অপরাধ নিয়ন্ত্রণে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখাসহ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব আলোচনা হয়।

মতবিনিময় সভার শুরুতে উপস্থিত প্রত্যেক কমিউনিটি সদস্যদেরকে প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানান।

ইএইচ

Link copied!