Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৬:১৩ পিএম


পূবাইলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

গাজীপুরের পূবাইলে পারিবারিক ঋণে হতাশাগ্রস্ত হয়ে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

নিহত পৃথিবী রোজারিও (২২) গাজীপুর জেলার পূবাইল থানার ভাদুন মাইজগাও গ্রামের সুনীল রোজারিওর মেয়ে। সে কালিগঞ্জ শ্রমিক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

বুধবার সকাল ৯টার দিকে পূবাইল থানার ভাদুন মাইজগাঁও গ্রামের সুনীল রোজারিওর নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত পৃথিবীর বাবা সুনীল রোজারিও কাঁদতে কাঁদতে বলেন, আমার অভাব অনটনে সংসার চলতেছে। মেয়েকে খরচ দিতে পারি না। মেয়ে এসব নিয়ে হতাশায় সময় কাটাচ্ছিল। আজকে মেয়েটা মইরা গেছে।

পূবাইল থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, পরিবারে অভাব অনটনে এ ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইএইচ

Link copied!