Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৭:৪৪ পিএম


ফুলছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

ফুলছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে বুধবার বিকালে নির্বাহী কর্মকর্তার অফিস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা সাতটি ইউনিয়ন থেকে একটি করে দল খেলায় অংশগ্রহণ করবে প্রত্যেকটি দলের নেতৃত্ব প্রদান করবেন ইউনিয়নের চেয়ারম্যান।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে খেলার ফিচার তৈরি ও গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খেলা পরিচালনায় সুশৃঙ্খলতা বজায় রাখতে ৭ ইউনিয়নের চেয়ারম্যান, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ফুলছড়ি সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও বন‌্যজনিত কারণে খেলার নির্ধারিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত হয়।

ইএইচ

Link copied!