Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণায় যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৮:৫২ পিএম


নেত্রকোণায় যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়ে দলে ‘নতুন রক্ত’ সঞ্চালন, আগামীর নেতৃত্ব তৈরি,  তারুণ্যের আবেগের সঙ্গে আদর্শিক সম্মিলন ঘটানোসহ কয়েকটি লক্ষ্য পূরণে দলে নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেত্রকোণা সদর উপজেলা শাখা।

কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী যুবলীগ বুধবার বিকালে নেত্রকোণা পৌর এলাকার ১নং ওয়ার্ডের নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতপাই আঞ্চলিক শাখার হল রুমে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাব্বির খান প্রিন্সের সভাপতিত্বে রৌহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক, পৌর আ.লীগের সভাপতি অর্পিতা খানম সুমি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা যুবলীগের সদস্য রুবায়েত হাসান রাসেল, চল্লিশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান লালু, মৌগাতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুজ্জামান পিপুল, লক্ষীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল সরকার, বিশিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ নয়ন মিয়া, ঠাকুরাকোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়াসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

পরে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইএইচ

Link copied!