Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে স্লুইস গেটে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৯:০৮ পিএম


ফরিদপুরে স্লুইস গেটে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

ফরিদপুরের টেপাখোলায় কুমার নদের স্লুইস গেটে গোসল করতে নেমে ফারদিন (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাকে উদ্ধারে ডুবুরি দল জোর চেষ্টা চালাচ্ছে।

এর আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফারদিন শহরের কমলাপুর মহল্লার বালিরমাঠ এলাকার মোহাম্মদ সিরাজের সন্তান। সে ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রাড়ৈ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ ওই তরুণকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে।

ইএইচ

Link copied!