Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাধবপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৪, ০৯:২৪ পিএম


মাধবপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুবের উপস্থাপনায় ও পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মো. এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুবসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ সোহেল, মো. আলাউদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, মাহবুবুর রহমান সোহাগ, ফারুক আহমেদ পারুল, মীর খোরশেদ প্রমুখ।

ইএইচ

Link copied!