Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাতৃত্বজনিত ছুটিতে আর্থিক সুবিধা পান না ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নারী কর্মীরা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জুলাই ৪, ২০২৪, ০৩:৪৭ পিএম


মাতৃত্বজনিত ছুটিতে আর্থিক সুবিধা পান না ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নারী কর্মীরা

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফরিদপুরের কানাইপুরে পল্লী বিদ্যুৎ সমিতি’র কার্যালয়ের সামনে কয়েকশ শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিকও রয়েছেন।

এ সময় তারা তাদের দাবি তুলে ধরে নানা ধরনের স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেয়া নারী কর্মীরা জানান, মাতৃত্বজনিত ছুটে দেয়া হয় বিনা বেতনে। ওই সময়ে কোনো ধরনের আর্থিক সুবিধা দেয়া হয় না। তারা দাবি করেন, সমপরিমাণ শিক্ষাগতযোগ্যতায় একই পদে সমান কাজ করেও শুধুমাত্র অনিয়মিত শ্রমিক হওয়ায় মাতৃত্বকালীন কোনো ধরনের আর্থিক সহায়তা পাওয়া যায় না। এ বৈষম্য থেকে মুক্তি পেতেই কর্মবিরতিতে তারা।

কর্মবিরতি পালনকারী অন্য শ্রমিকেরা জানান, সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিনরাত সেবা দিয়ে গেলেও চাকুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার তারা। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন দাবি করে অবিলম্বে তারা দুই দফা বাস্তবায়নের দাবি জানান।

তবে গ্রাহক ভোগান্তির কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্ম বিরতির পালন করা হচ্ছে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। কেবল দাবি আদায় হলেই তারা কাজে যোগ দেবেন বলে জানান।

ইএইচ

Link copied!