Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিএসএফের গুলিতে আহত চোরাকারবারি হাসপাতালে ভর্তি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৪, ০৩:৫২ পিএম


বিএসএফের গুলিতে আহত চোরাকারবারি হাসপাতালে ভর্তি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজমুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছেন।

বিএসএফের সদস্যরা আহত আজমুল হোসেনকে উদ্ধার করে শাক্তিনগর হাসপাতালে ভর্তি করেন। আহত আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, আহত অবস্থায় আজমুলকে উদ্ধারের পর ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে বিএসএফ। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামে এক যুবকের আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেন।

ইএইচ

Link copied!