Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধনবাড়ীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৪, ০৪:০৩ পিএম


ধনবাড়ীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল চুরির অপরাধে ৫ চোরকে আটক করেছে ধনবাড়ী থানা পুলিশ।

ধনবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২ জুলাই ধনবাড়ী পৌর এলাকার কুমারগাতা থেকে কালীহাতি থানার চর দূর্গাপুর এলাকার আইয়ুব আলী নামের এক চোরকে এলাকাবাসী আটক করে ধনবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আইয়ুব আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে আরও ৪ আসামিকে আটক  করতে সক্ষম হয় ধনবাড়ী থানা পুলিশ।

আটকরা হলেন- সাইফুল ইসলাম, আলাউদ্দিন, ফরিদ মিয়া ও মোবারক হোসেন।

মোটরসাইকেল চুরির মামলায় তাদের ৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে আরও বিভিন্ন মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করে ধনবাড়ী থানা পুলিশ।

এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মোটরসাইকেল চোর, মাদক, সন্ত্রাস, ইভটিজিংয়ের বিষয়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!