Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৪, ০৬:৩৩ পিএম


স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক আটক

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করবেন বলে জানা গেছে।

রুপাপাত ইউনিয়নের ইউপি সদস্য বন্ডপাশা গ্রামের মা. মঞ্জুরুল ইসলাম জানান, ওইদিন সকাল ৯টার দিকে দশম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে তামারহাজি-রুপাপাত সড়কের একটি ফাঁকা জায়গায় পৌঁছালে শেখর ইউনিয়নের বামনগাতি গ্রামের শুকুর মোল্যার ছেলে রাজমিস্ত্রি হাসিবুল (২৪) তাকে টেনে হিঁচড়ে রাস্তার পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি বখাটের হাত কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে বাড়িতে ফিরে যায়।

এ ব্যাপারে বন্ডপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মা. ফজলুর রহমান বলেন, বিষয়টা শুনছি। ছাত্রীর পিতা আসছিলো পরামর্শ নিতে। তারা থানায় যাচ্ছে আইনগত ব্যবস্থা নিতে।

বাোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত হাসিবুলকে ফাঁড়ি থেকে থানায় আনা হয়েছে। ভিকটিম ও তার পরিবার থানায় আসলেই মামলা হবে। কারণ এ সকল ঘটনায় মামলার কোন বিকল্প নাই।    

ইএইচ

Link copied!