Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাইকোর্টের আদেশে কার্যালয়ে বসলেন শেরপুরের পৌর মেয়র

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৪, ০৬:৩৭ পিএম


হাইকোর্টের আদেশে কার্যালয়ে বসলেন শেরপুরের পৌর মেয়র

প্রায় দুই মাস পর উচ্চ আদালতের আদেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পত্রের পর দায়িত্ব বুঝে পেলেন বগুড়া শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা ও ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল।

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১২ মে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে তাদেরকে স্বপদে বহাল রাখার আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গত ৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ফয়জুল ইসলাম।

মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন জানে আলম খোকা। সাথে ফিরোজ আহমেদ জুয়েলও দায়িত্ব গ্রহণ করেন। এ সময় পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ করার পর পৌর মেয়র জানে আলম খোকা বলেন, পৌর নাগরিকরা আমাকে বিপুল ভোট নির্বাচিত করে মেয়রের দায়িত্ব দিয়েছে। কিন্তু একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। মহামান্য হাইকোর্টের আদেশে আমি আবার ফিরে এসেছি। জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

ইএইচ

Link copied!