Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

জুলাই ৪, ২০২৪, ০৬:৫২ পিএম


সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছ।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মিঠাপুকুর উপজলোর ১৩ নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

মৃতরা হলেন- বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৬), বাদশা ময়িার ছেলে হুদা মিয়া (৩৫) ও তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করছে।

কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্রতায় তাদের মৃত্যু হয়ছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

ইএইচ

Link copied!