Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

দখলে থাকা বন্দোবস্তকৃত জমি বুঝে পেয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৪, ০৭:১৫ পিএম


দখলে থাকা বন্দোবস্তকৃত জমি বুঝে পেয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র

বরগুনার তালতলীতে ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানিকে দীর্ঘমেয়াদি বন্দোবস্তের ১৫৭.২৯ একর জমি বুঝিয়ে দেওয়া হলো। দীর্ঘদিন ধরে এই খাসজমি স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিল।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ১নং খাস খতিয়ানের বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে দেন।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, দখলে থাকা বন্দোবস্তকৃত জমি ভূমি মন্ত্রণালয় থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রকে বুঝিয়ে দেয়ার নির্দেশনা রয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানিকে ১৫৭.২৯ একর জমি বুঝিয়ে দেয়া হয়েছে।

ইএইচ

Link copied!