Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

পাবনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

জুলাই ৪, ২০২৪, ০৭:৫৯ পিএম


পাবনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনায় র‌্যাবের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জেলার সদর থানার গোপালপুর এলাকায় দুইজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার এএসপি মো. মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে আভিযানিক দল পাবনা সদর থানাধীন গোপালপুর আল আকসা সুপার মার্কেটের গেইটের সামনে অভিযান পরিচালনা করে শাহীন হোসেন (৩৩) ও মো. সেলিম হোসেনকে (৪২) আটক করে এবং তাদের নিকট থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!