Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাটগ্রামে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৪, ০৮:৩৫ পিএম


পাটগ্রামে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ২০২৪ সালের মধ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে ৩০ কোটি গাছ রোপণের কর্মসূচি নেওয়া হয়।

এ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জোন হাতীবান্ধা এলাকার পাটগ্রাম শাখার সদস্যদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রতিটি সদস্যদেরকে ছয়টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।

শাখা ভবন চত্বর থেকে এসব চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের হাতীবান্ধা এরিয়া ম্যানেজার এস, এম রকিবুল ইসলাম, পাটগ্রাম শাখা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মহসিন মিয়া প্রমুখ।

এ শাখার ২ হাজার ৪১৮ জন সদস্যদের মধ্যে ১৪ হাজার ৫০৮টি গাছের চারা বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!