Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

আহত ২৮

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল ৪ জনের

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৯:৫২ এএম


দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল ৪ জনের

দিনাজপুর সদর উপজেলায় নাবিল পরিবহন ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী ওসি ফরিদ হোসেন বলেন, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে ও বিপরীতমুখী আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল কোচের অজ্ঞাত হেলপার নিহত হন। পরে আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশুসহ দুজন মারা গেছে। হাসপাতালে আহত ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

ইএইচ

Link copied!