Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জুড়ীতে যুবক হত্যা: রিমান্ড শেষে তানভীর ও তুহিন কারাগারে

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০২:৫২ পিএম


জুড়ীতে যুবক হত্যা: রিমান্ড শেষে তানভীর ও তুহিন কারাগারে

মৌলভীবাজারের জুড়ীতে আরমান নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি তানভীর ও তার ভাই তুহিনকে গত মঙ্গলবার জুড়ী থানা পুলিশ দুইদিনের রিমান্ডে আনে।

বুধবার আসামি তানভীরকে ঘটনাস্থলে উপস্থিত করে তার দেখানো মতে আরমান হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। রিমান্ড শেষে বৃহস্পতিবার আসামিদের মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত আরমান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমদের ছেলে। ঘটনাটি শনিবার (২২ জুন) গভীর রাতে গরেরগাঁও গ্রামে ঘটেছে।

এ ঘটনায় একই গ্রামের তৈমুছ আলীর ছেলে রফিক মিয়া (৪২) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার নিহত আরমানের মৃতদেহ ময়নাতদন্ত শেষে গরের গাঁও জামে মসজিদে জানাজার পর দাফন করা হয়।

ইএইচ

Link copied!