Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে জেলার ৬ চেয়ারম্যানের সংবর্ধনা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৩:০১ পিএম


মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে জেলার ৬ চেয়ারম্যানের সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়ার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বায়জিদ আহম্মেদ খানের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পিরোজপুর জেলার ৬ জন উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যানরা হলেন- ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়জিদ আহম্মেদ, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান আহম্মেদ নূরে আলম সিদ্দিকী, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।

এছাড়া ভান্ডারিয়া পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, পার্শ্ববর্তী জেলা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মো. এনামুল হোসাইন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আ.লীগ আয়োজিত এ অনুষ্ঠানে আ. লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-৩ আসনের সাবেক সাংসদ ডা. মো. রুস্তুম আলী ফরাজী।

উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা আ. লীগ সহ-সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন খান, ইউপি চেয়ারম্যানদের পক্ষে ধানীসাফা ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ তালুকদার প্রমুখ।

ইএইচ

Link copied!