Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ইসলামপুরে বন্যার পানি বাড়ায় সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৩:২৮ পিএম


ইসলামপুরে বন্যার পানি বাড়ায় সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন

কয়েক দিনের অবিরাম ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুর উপজেলার ৮টি ইউনিয়নে বন্যার পানি বেড়েছে। যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ও পানি মাপক গেজপাঠক আব্দুল মান্নান।

যমুনার ব্রহ্মপুত্র নদ নদীর পানিও বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার ১২টি ইউনিয়ন একটি পৌরসভা মধ্যে বর্তমানে ৮টি ইউনিয়ন জলমগ্ন হয়ে পড়েছে। ইউনিয়নগুলোর মধ্যে পাথশী কুলকান্দি বেলগাছা চিনাডুলি নোয়ারপাড়া সাপধরী ইসলামপুর সদর পলবান্ধা ইউনিয়ন রয়েছে।

বন্যার পানিতে ইসলামপুর গুঠাইল উলিয়া, জারুলতলা বাজার ইসলামপুর এবং ইসলামপুর সদর ইউনিয়নের পচা বলার সাথে রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বন্যার পানি জলমগ্ন হয়ে পরায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ৩২টি এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ১৩টিতে পাঠদান বন্ধ রয়েছে।

বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, যমুনার পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথে সুন্দরতলী গ্রামের প্রায় দেড় শতাধিক বাড়িঘর যমুনা গর্ভে বিলীন হয়েছে। সিঁদুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা যেকোনো সময় নদী গর্ভে চলে যেতে পারে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!