Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পেকুয়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৩:৩৪ পিএম


পেকুয়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়ি থেকে মো. আরিফুল ইসলাম (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

১ জুন সকালে বাড়ির একটি কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সাথে রশি পেঁচানো তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় মরদেহের শরীরে কোন ধরনের আঘাতে চিহ্ন পায়নি বলে জানান সুরতহাল প্রতিবেদনকারী পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মাশেকুর রহমান।

স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক বলেন, পুলিশ স্থানীয় লোকজনসহ আমরা মরদেহ উদ্ধার করেছি। আমার মনে হয় না এটি হত্যাকাণ্ড। এরপরেও পুলিশ রহস্য বের করবে। হত্যাকাণ্ড হলে জড়িতদের শাস্তি দাবি করছি।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মাশেকুর রহমান জানায়, লাশ উদ্ধারের সময় স্থানীয় মেম্বার, সাংবাদিক, সমাজপতিরা উপস্থিত ছিল। সুরতহালের সময় শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। এরপরেও প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ইএইচ

Link copied!