ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৪, ০৪:০৬ পিএম
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৪, ০৪:০৬ পিএম
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় টাঙ্গাইলে দ্রুত বাড়ছে যমুনাসহ সকল নদ-নদীর পানি। এর ফলে টাঙ্গাইরের ভূঞাপুর উপজেলার চরাঞ্চলে বন্যার পানি প্রবেশ করছে। প্লাবিত হচ্ছে যমুনা তীরবর্তী নিম্নাঞ্চল।
এতে নষ্ট হচ্ছে পাট, তিলসহ বিভিন্ন ধরনের সবজি। স্থানীয় হাটবাজারগুলোতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পরেছে ব্যবসায়ীরা।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে জেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন।
পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ড।
ইএইচ