Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাগেরহাটে জাল টাকাসহ প্রতারক আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৫:৪১ পিএম


বাগেরহাটে জাল টাকাসহ প্রতারক আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে জাল টাকাসহ মনির তালুকদার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময়, ১ হাজার টাকা মানের ২টি ও ২০০ টাকা মানের ৭টি জাল নোট উদ্ধার জব্দ করে পুলিশ।

আটক মনির তালুকদার খাউলিয়া গ্রামের মো. সৈয়দ আলী তালুকদারের ছেলে। তিনি নিজেকে সংবাদকর্মী পরিচয় দিতেন। তার কাছে ‘অপরাধ অনুসন্ধান ডট টিভি’ ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব’ এর নির্বাহী মেম্বারের পরিচয়পত্র পেয়েছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মনির তালুকদারের কাছ থেকে ৯টি জাল নোট জব্দ করা হয়েছে। মামলা দায়েরপূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!