Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৫:৫০ পিএম


খাগড়াছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে খাগড়াছড়ি শান্তি কাউন্টারের সামনে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. সুলতান (৭০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল খাগড়াছড়ি সদর থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় শাপলা চত্বর নামক এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খাগড়াছড়ি সদর থানাধীন খাগড়াছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্তি কাউন্টার এর সামনে থেকে মো. সুলতানের (৭০) কাছে থাকা পলিথিনে মোড়ানো প্লাস্টিকের বস্তা তল্লাশি চালিয়ে বস্তার ভিতরে থাকা লাল সুতা দ্বারা বাধা ২৭টি লম্বা গাঁজার রোলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. সুলতান (৭০) দিঘীনালা উপজেলার মেরুং ইউপির ৭নং ওয়ার্ডের মৃত এরশাদ আলীর ছেলে।

গ্রেপ্তার আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

ইএইচ

Link copied!