Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে বৈরি আবহাওয়া উপেক্ষা করে ত্রাণসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৬:৩৬ পিএম


কুড়িগ্রামে বৈরি আবহাওয়া উপেক্ষা করে ত্রাণসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ৪০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।

শুক্রবার সকালে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চরের ২০০ ও সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চর বানভাসি ২০০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল ১০ কেজি, আধা কেজি ডাল, তেল, লবণ, শুকনা খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, উলিপুর উপজেলা চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মর্তুজা, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ইএইচ

Link copied!