কক্সবাজার প্রতিনিধি
জুলাই ৫, ২০২৪, ০৭:১৩ পিএম
কক্সবাজার প্রতিনিধি
জুলাই ৫, ২০২৪, ০৭:১৩ পিএম
কক্সবাজারে বন্য হাতির আক্রমণে মনিরুল আলম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মাঝরাতে দরিয়ানগর এলাকার খালেকের পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল আলম ওই এলাকার বাসিন্দা।
শুক্রবার বিকালে স্থানীয় পরিবেশকর্মী মোশারফ হোসেন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মনিরুল আলম একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মতো মাছ বিক্রি করে বাজার থেকে বাড়ি ফেরার পথে খালেকের পাহাড়ে তাকে আক্রমণ করে দলছুট একটি হাতি। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মো. আশিকুর রহমান বলেন, মনিরুল আলমকে বাঁচানোর জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ঘটনাটি মর্মান্তিক। পুলিশ হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য নিয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইএইচ