Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৭:৪৭ পিএম


ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু শ্রেণির শিক্ষার্থী সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আবদুর রশিদকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও এলাকায় শিশু ধর্ষণ ঘটনা ঘটেছে।

ঘটনার সংবাদ পেয়ে থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত বৃদ্ধকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের সংবাদ পাওয়ার সাথে সাথে এসআই ইসমাইলকে ঘটনাস্থলে পাঠিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে বৃদ্ধকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটির মেডিক্যাল টেস্টের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিক্যাল টেস্টের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!