Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

বড়লেখা ও জুড়ীতে ফের বন্যার পানি বৃদ্ধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৯:০৬ পিএম


বড়লেখা ও জুড়ীতে ফের বন্যার পানি বৃদ্ধি

মৌলভীবাজারের জুড়ীতে টানা কয়েক দিন বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করলে ফের বৃষ্টি হওয়ায় পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলো পর্যাপ্ত ত্রাণ না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।

পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তবে বড়লেখা ও জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী বড়লেখা ও জুড়ী উপজেলায় ৩০৬ গ্রামের ১ লক্ষ ২৯ হাজার ৩৭৭ জন মানুষ পানিবন্দি। ২ উপজেলায় ৪৮টি আশ্রয় কেন্দ্রে ২৭ শত ৭২ জন মানুষ রয়েছে।

তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান ও সুজাউল ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম বলেন, ইউনিয়নে পুরো পানিবন্দি ১ শত নামের পরিবর্তে ২০ জনকে ত্রাণ দেওয়া হচ্ছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম ও জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং জানান, ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে আমরা দুর্গতদের সব সময় মনিটরিং করছি।

ইএইচ

Link copied!