Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৯:১৫ পিএম


নান্দাইলে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর খালপাড় গ্রামের নিরীহ অটোচালক আবুল কাশেম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার চরলক্ষীদিয়া হাফিজিয়া মাদরাসার সামনে নান্দাইল টু ত্রিশাল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহতের পরিবার ও এলাকাবাসী।

এছাড়া মাদরাসা ময়দানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে খুনের সাথে জড়িত ১০ আসামিসহ অজ্ঞাতনামা সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি বাদী পরিবারের নিরাপত্তার দাবির জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- নিহত আবুল কাশেমের পুত্র মামলার বাদী হিমেল, সাইফুল ইসলাম, রুস্তম আলী, ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমুখ।

এ সময় নিহতের পরিবার-পরিজন, এলাকাবাসী ও নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!