Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে কৃষক

পাবনা ও রাজশাহী প্রতিনিধি

পাবনা ও রাজশাহী প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৯:৩২ পিএম


কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে কৃষক

বিষধর রাসেলস ভাইপার সাপের কামড় খেয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন পাবনার এক কৃষক। কামড় খাওয়ার পর সাপটিকে মেরে সঙ্গেই নিয়ে হাসপাতালে আসেন তিনি।

শুক্রবার সকালে ওই সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে গেলে তাকে ভর্তি করে নেওয়া হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) ডা. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল ভাইপার সাপে কাটা ওই কৃষকের নাম মো. রুবেল (২৬)। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামে।

রুবেল জানান, সকালে নিজ এলাকার কলা বাগানে কাজ করার সময় তাকে রাসেল ভাইপার সাপ কামড় দেয়। এরপরই তিনি সাপটিকে মেরে ফেলেন। পরে সেটিকে প্লাস্টিকের বস্তায় ভরে নিয়ে রামেক হাসপাতালে আসেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন জানান, রাসেল ভাইপার সাপ কামড়ালে কিছুটা অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর রামেক হাসপাতালের জরুরি বিভাগে আসলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ১৬নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়।

ইএইচ

Link copied!