Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দেলদুয়ারে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর মামলায় গ্রেপ্তার ২

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৪, ০৪:৩০ পিএম


দেলদুয়ারে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর মামলায় গ্রেপ্তার ২

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে মারধর ও শ্লীলতাহানীর ঘটনায় দায়ের করা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে দেলদুয়ার থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মীরকুমুল্লী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সহোদর ছানোয়ার হোসেন ও আনোয়ার হোসেন।

এর আগে, গত ২৪ জুন মীরকুমুল্লী গ্রামের প্রবাসী মো. আজাহার মিয়ার স্ত্রী রিনা বেগমকে বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতর ঢুকে ওই গ্রামের ছানোয়ার, আনোয়ার, আল আমিন, শিশির, শাওন ও রিয়াম পূর্বশত্রুতার জের ধরে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। ওই ঘটনায় ২ জুলাই দেলদুয়ার থানায় ভিকটিম রিনা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানীর ঘটনায় দায়ের করা মামলার অন্যতম ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

ইএইচ

Link copied!