Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নবীনগরে জলাবদ্ধতা নিরসনে মেয়রের উদ্যোগ

নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

জুলাই ৬, ২০২৪, ০৪:৫৭ পিএম


নবীনগরে জলাবদ্ধতা নিরসনে মেয়রের উদ্যোগ

নবীনগর পৌরসভার বিজয় পাড়া এলাকার প্রায় দুই শতাধিক পরিবারকে পানিবন্দি অবস্থায় থেকে উদ্ধারের জন্য অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেছেন।

শনিবার (৬ জুলাই) এলাকাটি পরিদর্শনে যান মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। নেতৃস্থানীয়দের সাথে আলোচনা করেন এবং আগামীকাল রবিবার রাস্তা থেকে পানি নিষ্কাশনের কাজ শুরুর কথা জানান।

তিনি আরো বলেন, রাস্তায় যে সমস্ত স্পীডবেকার আছে সেগুলো সরিয়ে ফেলা হবে এবং রাস্তার উপর কোন নির্মাণ সামগ্রী রাখা যাবে না। এসময় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, কাউন্সিলর আবু সাঈদ, কাউন্সিলর আবু তাহের, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপুসহ স্থানীয় সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওই পাড়ায় পানির নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান পানি হয়ে যায়। গত ২০ জুন ওই এলাকার সচেতন নাগরিক সমাজ পানি নিষ্কাশনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

বিআরইউ

Link copied!