Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুলাই ৬, ২০২৪, ০৫:৫০ পিএম


কিশোরগঞ্জে কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় জেলা শহরের কালিবাড়ি মোড় এলাকায় অবস্থান করে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।

দুপুর ১২টা পর্যন্ত তারা এ বিক্ষোভ সমাবেশ করায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এর আগে, গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পৌরসভা মোড়, আখড়াবাজার, কাচারি বাজার, বটতলা হয়ে ক্যাম্পাসে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

এ সময় অনেকের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল।এ সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক` ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের দাবি হলো ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল। পরিপত্র পুনর্বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (১ম থেকে ৪র্থ শ্রেণি) সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে ‘কোটা সংস্কার’ করা। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলায় সেই বৈষম্য যেন আর না থাকে তাই সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছেন। দেশে বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ার হতাশায় ভুগছেন। এদিকে কোটা চাকরিতে বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। কোটা থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন। অথচ কোটাধারী শিক্ষার্থীরা সুবিধা পাচ্ছেন। তাই তারা বিদ্যমান কোটাব্যবস্থার সংস্কার চান। চাকরিতে কোটাব্যবস্থা সাধারণ শিক্ষার্থীদের জন্য বিষফোঁড়ার মতো।

প্রায় এক ঘণ্টা সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি অভি চৌধুরী,গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের এমদাদুল হক প্রমুখ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, শিক্ষার্থীরা কিছুক্ষণ পরেই সড়ক থেকে সরে গেছেন।দ্রু ত সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইএইচ

Link copied!