Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনপুরায় দেখা মিললো রাসেল ভাইপার সাপের

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৪, ০৬:১৭ পিএম


মনপুরায় দেখা মিললো রাসেল ভাইপার সাপের

ভোলার মনপুরায় দেখা গেল ভয়ংকর রাসেল ভাইপার সাপ। এতে জনমনে যেমন আতঙ্ক ছড়িয়েছে তেমনি উৎসুক জনতা ভিড় করছেন রাসেল ভাইপার সাপ দেখার জন্য।

শনিবার বিকাল সাড়ে ৪টায় ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক চৌমুহনী বাজারের পূর্ব পাশে রাসেল বাইপার সাপটিকে গুইসাপের সাথে যুদ্ধ করতে দেখে স্থানীয়রা।

রাসেল ভাইপার সাপকে কেন্দ্র করে সাধারণ জেলে ও কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করায় স্থানীয়রা টেডার আঘাতে সাপটিকে মেরে ফেলে।

এ বিষয়ে রামনেওয়াজ বিট কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিলন আমার সংবাদকে জানান, রাসেল ভাইপার সাপটি জেয়ারের পানিতে ভেসে এসেছে। স্থানীয়রা সাপটিকে ভয়ংকর সাপ ভেবে মেরে ফেলে।

ইএইচ

Link copied!