Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৪, ০৭:০৫ পিএম


বাকেরগঞ্জে নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ

বরিশালের বাকেরগঞ্জে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক, পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি এম শাখাওয়াত হোসেন খান পলাশের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আশিক খানের সঞ্চালনায় সমাবেশে অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল ব্যানার্জি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য দীবা চক্রবর্তী, রুপালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক, সাবেক প্রধান শিক্ষক নিত্যরঞ্জন ঘোষাল, সমাজসেবক আবদুস সত্তার খান।

এছাড়াও সমাবেশে সোনালী ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লা, বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফরিদুজ্জামান খান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, ম্যানেজিং কমিটির সদস্য মামুন খান, শহিদুল ইসলাম সরদার, নিপা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইএইচ

Link copied!