Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জমির বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৪, ০৯:০৭ পিএম


জমির বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ২৪ শতাংশ জমির বিনিময়ে নান্দিনামধু উচ্চ বিদ্যালয়ে ২৪ শতাংশ জমির বিনিময়ে একাধিক পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার সকালে উপজেলার নান্দিনা মধু উচ্চ বিদ্যালয়ে দুটির অফিস সহায়ক ও আয়া পদে এই নিয়োগ বাণিজ্য হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে আড়াল করে তিনি এই পাতানো নিয়োগ বাণিজ্য করেন প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আগে থেকেই তাদের নির্বাচিত করা হয়েছিল। নিয়োগ পরীক্ষা শুধুমাত্র একটি লোক দেখানো বিষয়।

নিয়োগ পরীক্ষায় দেখা যায় অফিস সহায়ক পদে মো. ইউসুফ আলী ও আয়া পদে মোছা. আকলিমা খাতুনফলাফলের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তবে পরীক্ষা পূর্বেই জানা যায় এই দুজন নির্বাচিত হবেন।

নান্দিনামধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, এই নিয়োগ পরীক্ষার জন্য পূর্বেই গ্রামে মিটিং করা হয়েছিল। যারা নিয়োগ পাবে তাদেরই বিদ্যালয়ের পার্শ্বে ২৪ ডিসি জমি দিতে হবে অথবা সমপরিমাণ অর্থ দিতে হবে।

এ বিষয়ে ডিসির প্রতিনিধি কামারখন্দের সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান বলেন, আমি নিয়োগ কমিটির শুধু সদস্য। এর বেশি কিছু বলতে পারবো না বলে সাংবাদিকদের এড়িয়ে গিয়ে দ্রুত গাড়িতে উঠেন।

ইএইচ

Link copied!