Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

নিকলীতে কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুলাই ৬, ২০২৪, ০৯:১২ পিএম


নিকলীতে কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কিশোরগঞ্জের নিকলীতে মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ৬তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার বিকালে এ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

কিশোরগঞ্জ জেলার হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে কিশোরগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরকাররম সর্দার, নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক লিটন, উপজেলা যুবলীগ নেতা কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফ প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

পরে নিকলী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এমপি আফজাল হোসেন।

এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!